• Class Party

    Class Party

  • Digital Class Room

    Digital Class Room

  • Classroom

    Classroom

Message Corner
  • স্বজল আহমেদ

    স্বজল আহমেদ

    চেয়ারম্যান

  • স্বজল আহমেদ

    স্বজল আহমেদ

    অধ্যক্ষ

Welcome to Independence International School & College

আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
Independence International School & College এর পক্ষ থেকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। পৃথিবীর সাথে তাল মিলিয়ে দেশ যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন তাহলে অন্যদের চেয়ে পিছিয়ে থাকবো ?  আপনারা জেনে আনন্দিত হবেন যে, বাংলা একাডেমী কর্তৃক নির্ধারিত শুদ্ধ উচ্চারণের অঙ্গীকার নিয়ে আমরা সৃজনশীল শিক্ষা দানের উদ্দেশ্যে  যুগোপযোগী ও আধুনিক স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছি। 

Dhaka মহানগরীর প্রতিটি এলাকায় অসংখ্য স্কুল গড়ে উঠেছে। কিন্তু সত্যিকার অর্থে ভালো স্কুলের সংখ্যা খুবই কম। সেক্ষেত্রে আমাদের  প্রতিষ্ঠানটি এ অভাব পূরণে একটি ব্যতিক্রমী প্রচেষ্ঠা। ভবিষ্যত প্রজন্মকে তাদের সুপ্ত প্রতিভার যথাযথ বিকাশ ঘটিয়ে শারীরিক, মানসিক, চারিত্রিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্ধুদ্ধ করে তোলার লক্ষ্যে সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়েছি। 

মেধাবী শিক্ষকগণের উচ্ছল উদ্দীপনায় সুশিক্ষার এক অপূর্ব পরিবেশ গড়ে তোলা হয়েছে। শিক্ষার্থীরা যাতে করে তাদের প্রতিভা বিকাশের উপযুক্ত ক্ষেত্র খুঁজে পায়। সাধারণ শিক্ষার পাশাপাশি ব্যক্তিগত জীবনে ধর্মীয় শিক্ষার অনুশাসন, মানবিক মূল্যবোধ ও কমপিউটার শিক্ষা কর্মসূচীর বাস্তবায়নের মাধ্যমে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি অর্জনের মধ্য দিয়ে প্রকৃত শিক্ষা লাভের পথ নির্দেশ করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। 

বাংলা ভাষার যথাযথ অনুশীলনের পাশাপাশি ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভাষাগত দূর্বলতা নির্মূল করার দ্বার উন্মুক্ত করবে আশা করি। সাথে সাথে চিত্রাঙ্কন, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক কর্মসূচী, খেলাধুলা, শিক্ষা সফর তাদের মেধা বিকাশে ইতিবাচক সুফল বয়ে আনবে।

আমরা আশা করি, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী চাহিদা মেটাতে এবং তাদের সুশিক্ষা লাভের সকল সুযোগ সম্প্রসারণ করতে সক্ষম হব ইন্শাল্লাহ।

Read More
Why Should you Choose Independence International School & College ?

 

১। উচ্চ শিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত সর্বাধুনিক ও বিজ্ঞান মনস্ক শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত।

২। মাল্টিমিডিয়া সমৃদ্ধ প্রতিটি শ্রেণিকক্ষ ও সুসজ্জিত লাইব্রেরী।  

৩। প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা ১৫ থেকে ২০ জন।

৪। ঢাকা হলি ফ্লাওয়ারে ছাত্র-শিক্ষক অনুপাত ১০ : ১ ।

৫। সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও ইন্টারকম দ্বারা নিয়ন্ত্রিত।

৬। বাধ্যতামূলক আরবী ও ইংরেজী শিক্ষা।

৭। দুর্বল ও অমনোযোগীদের জন্য রয়েছে বিশেষ ক্লাস ও কাউন্সিলিং এর ব্যবস্থা।

৮। প্রি-প্রাইমারী শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দরের জন্য ঢাকা হলি ফ্লাওয়ার প্রণীত বাংলা ও ইংরেজী বই।

৯। ছাত্র-ছাত্রীদের যোগাযোগের সুবিধার্থে নিজস্ব পরিবহন ব্যবস্থা।

১০। নিয়মিত স্কাউটিং, দেশীয় সাংস্কৃতিক চর্চা, বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফরের ব্যবস্থা। 

Our Teachers
counter Img
196

HAPPY STUDENTS

counter Img
25

DUTYFUL TEACHERS

counter Img
2

HELPFUL STAFF

counter Img
1

TOTAL BRANCH